ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রোমার মালিকানায় এখন মার্কিন ব্যবসায়ী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৯:০৭

রোমার মালিকানায় এখন মার্কিন ব্যবসায়ী

৭০ কোটি ডলারে ইতালিয়ান ক্লাব রোমার মালিকানা কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ড্যান ফ্রাইডকিন। মালিকানা পরিবর্তনের ব্যাপারটি রোমার ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে। এত দিন ক্লাবটির মালিকানায় ছিলেন যুক্তরাষ্ট্রেরই আরেক ব্যবসায়ী জেমস পালোত্তা।

রোমা জানিয়েছে, মালিকানার বদলটি হয়েছে ৫৯১ ইউরোয় (৭০ কোটি ডলার)। আগস্টের শেষ দিকে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হবে। এর আগে ২০১২ সালে রোমার দুই-তৃতীয়াংশ শেয়ার কিনে নেন পালোত্তা। এরপর ২০১৪ সালে শতভাগ মালিকানা কিনে নেন ৬২ বছর বয়সী এই ব্যবসায়ী।

এক বিবৃতিতে নতুন মালিক ফ্রাইডকিন বলেছেন, 'আইকনিক সিটি ও ক্লাবটির অংশ হতে পদক্ষেপগুলো নিয়ে দ্য ফ্রাইডকিন গ্রুপের আমাদের সবাই খুবই খুশি। আমরা ক্রয়ের কাজ দ্রুত শেষ করতে এবং রোমা পরিবারে নিজেদের দেখতে মুখিয়ে আছি।'

ফোর্বস ম্যাগাজিনের হিসেব মতে, ফ্রাইডকিন প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। বিশ্বে ধনীদের তালিকায় তার অবস্থান ৫০৪ তম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাবটির পরিচালনায় থাকবেন ফ্রাইডকিনের ছেলে রায়ান।

  • সর্বশেষ
  • পঠিত