ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

রাতে রিয়ালের মুখোমুখি সিটি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১৭:৩৬

রাতে রিয়ালের মুখোমুখি সিটি

করোনা ভাইরাসের থাবায় স্থগিত থাকায় প্রায় পাঁচ মাস পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। শেষবার ১২ মার্চ ম্যাচ হয়েছিল। লিভারপুল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের সেই ম্যাচের পর ভাইরাস ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। পরের পর্বে যেতে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সামনে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সিটির কাছে ২-১ ব্যবধানে হেরেছিল জিনেদিন জিদানের দল। মাঠে বল গড়ালেও আগের মতো সেই উত্তেজনা থাকছে না। বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির জন্যে টুর্নামেন্টের বাকি সব ম্যাচই ফাঁকা মাঠে হবে।

শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ থেকে ম্যানচেস্টার সিটি ২-১ গোল জয় নিয়ে ফিরেছিল। প্রথম লেগের জয় ও দুটি মূল্যবান অ্যাওয়ে গোল থাকায় ভালো অবস্থানে আছে পেপ গার্দিওয়ালার দল।

তবে অতীতে ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ছিটকে যাওয়া অভিজ্ঞতাও সিটিকে সতর্ক রাখছে। প্রতিযোগিতার ইতিহাসে স্পেনের দল রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১৩ বার খেতাব জিতেছে। যেখানে গত ছয় আসরের মধ্যে মাদ্রিদের ক্লাব চারবারই শিরোপা জিতেছে।

প্রথম লেগের হারে পিছিয়ে থাকলেও করোনা পরবর্তী প্রত্যাবর্তনের পর রিয়াল মাদ্রিদ অনেকটা পাল্টেছে। বার্সেলোনাকে পেছনে ফেলে জিনেদিন জিদানের দল লা লিগার মুকুট পুনরুদ্ধার করেছে। সেই আত্মবিশ্বাস তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য অনুপ্রেরণা যোগাবে।

  • সর্বশেষ
  • পঠিত