ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

ম্যারাডোনা পুত্রের কাছে মেসি মানব, বাবা ঈশ্বর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ২০:২৮

ম্যারাডোনা পুত্রের কাছে মেসি মানব, বাবা ঈশ্বর

বর্তমান ফুটবল বিশ্বের ক্ষুদে জাদুকর আর্জেন্টিনার লিওনেল মেসিকে ‘মানব’ বলে অ্যাখায়িত করলেন দেশটির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। মেসিকে ‘মানব’ বললেও, নিজের বাবা ম্যারাডোনাকে ‘ঈশ্বর’ বলতে মোটেও দ্বিধাবোধ করেননি সিনাগ্রা।

আর্জেন্টিনার স্থানীয় একটি অনলাইন অনুষ্ঠানে ম্যারাডোনা ও মেসির মধ্যে কে সেরা জানতে চাওয়া হলে সিনাগ্রা বলেন, ‘মেসি অসাধারণ এক ফুটবলার । কিন্তু তিনি মানুষ। তবে আমার বাবা ‘ঈশ্বর’। তাই মেসির সাথে আমার বাবার কোন তুলনাই হতে পারে না।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে শেষ ষোলোয় দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে মেসির বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এই নাপোলিকে বিখ্যাত করেছিলেন ম্যারাডোনাই। সেই নাপোলির বিপক্ষে খেলতে নামার আগে মেসিকে নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার ছেলে সিনাগ্রা।

তিনি বলেন, ‘আমার বাবার সাথে কারও তুলনা হয় না। আসলে একজন মানুষের সাথে ভিন গ্রহের কারো তুলনা আপনি কিভাবে করবেন?’

মেসির চেয়ে বাবা ম্যারাডোনাকে এগিয়ে রাখলেও, বর্তমান ফুটবল বিশ্বের ক্ষুদে জাদুকরের প্রশংসা করতে ভুল করেননি সিনাগ্রা। তিনি বলেন, ‘মেসি এক বিস্ময় ফুটবলার। তবে আমরা এটা বলতে পারি, ম্যারাডোনা হচ্ছে ফুটবলের ঈশ্বর। আর মানব সমাজের মধ্যে শ্রেষ্ঠ হলেন মেসি। তার ধারে কাছে মানব গ্রহের কোন ফুটবলার নেই। দুঃখের সাথে বলতে হচ্ছে, কারও ক্ষমতা নেই, আমার বাবার উচ্চতায় পৌঁছনোর। তা অসম্ভব। মেসিও কোন দিন পারবে না।’

সিনাগ্রা বসবাস করেন ইতালিতে। ইতালির অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন তিনি। এখন অবশ্য ‘বিচ-ফুটবল’ খেলাই তার পেশা হয়ে গেছে। ইতালিতে থাকলেও, আর্জেন্টিনায় মেসি ও তার বাবাকে নিয়ে কেমন আলোচনা হয়, সেসব খবর ঠিকই রাখেন তিনি। সিনাগ্রা বলেন, ‘আর্জেন্টিনায় যেই মেসির সমালোচনা করবে, বুঝবেন সে ফুটবলের কিছুই বুঝে না। মেসির মত বুদ্ধিদীপ্ত, চতুর ও দক্ষতাসম্পন্ন ফুটবলার এই গ্রহে নেই।’

  • সর্বশেষ
  • পঠিত