ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২০, ১৬:২৭

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস

আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। আজ সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে হল অব ফেমে জায়গা দিয়েছে আইসিসি।

আইসিসি হল অফ ফেম চালু হয় ২০০৯ সালের ২ জানুয়ারি। আইসিসির সঙ্গে যেখানে সহযোগী হিসাবে আছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)। আইসিসি হল অফ ফেম ক্রিকেটের কিংবদন্তিদের সম্মাননা দিয়ে থাকে।

প্রতি বছর নতুন করে একাধিক কিংবদন্তি অন্তর্ভূক্ত হন এই হল অফ ফেমে। ২০১৯ সালে যুক্ত হয়েছিলেন শচীন টেন্ডুলকার, ক্যাথরিন ফিটজপ্যাট্রিক ও অ্যালান ডোনাল্ড। ২০২০ সালে তিন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছে এই হল অফ ফেমে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস জায়গা করে নিয়েছেন এই হল অফ ফেমে। ৪র্থ প্রোটিয়া ক্রিকেটার হিসাবে হল অফ ফেমে জায়গা পেয়েছেন ক্যালিস। এর আগে ২০০৯ সালে যুক্ত হয়েছিলেন গ্রায়েম পোলক ও ব্যারি রিচার্ডস। ২০১৯ সালে জায়গা পেয়েছিলেন সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড।

ক্যালিস ছাড়াও এ বছর হল অব ফেমে জায়গা পেয়েছেন পাকিস্তানের জহির আব্বাস ও অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটার লিসা স্থালেকার।

  • সর্বশেষ
  • পঠিত