ইনজুরিতে ছিটকে গেলেন পোপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২০, ১৫:২১

কাঁধের ইনজুরির কারণে আগামী চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংল্যান্ডের ডান-হাতি ব্যাটসম্যান ওলি পোপ। ইনজুরির কারণে কাঁধের অস্ত্রোপচার করাতে হবে তার। আগামী দুই সপ্তাহের মধ্যে পোপের কাঁধে অস্ত্রোপচার করা হবে।
|আরো খবর
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে বাম কাঁধের ইনজুরি গুরুতর। গত বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় একই ইনজুরিতে পড়েছিলেন পোপ। অস্ত্রপচার না করেও সেরে উঠতে সময় লেগেছিলো ৩ মাস। তাই এবার অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে ফিল্ডিংএর সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে কাঁধে চোট পান ২২ বছর বয়সী পোপ। এরপর সাথে-সাথেই মাঠ ছাড়েন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৭৪ রান করেছেন পোপ। ২০১৮ সালে লর্ডসে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হবার পর এখন পর্যন্ত দেশের হয়ে ১৩ ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৬৪৫ রান করেছেন পোপ।