ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইনজুরিতে ছিটকে গেলেন পোপ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২০, ১৫:২১

ইনজুরিতে ছিটকে গেলেন পোপ

কাঁধের ইনজুরির কারণে আগামী চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংল্যান্ডের ডান-হাতি ব্যাটসম্যান ওলি পোপ। ইনজুরির কারণে কাঁধের অস্ত্রোপচার করাতে হবে তার। আগামী দুই সপ্তাহের মধ্যে পোপের কাঁধে অস্ত্রোপচার করা হবে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে বাম কাঁধের ইনজুরি গুরুতর। গত বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় একই ইনজুরিতে পড়েছিলেন পোপ। অস্ত্রপচার না করেও সেরে উঠতে সময় লেগেছিলো ৩ মাস। তাই এবার অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে ফিল্ডিংএর সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে কাঁধে চোট পান ২২ বছর বয়সী পোপ। এরপর সাথে-সাথেই মাঠ ছাড়েন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৭৪ রান করেছেন পোপ। ২০১৮ সালে লর্ডসে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হবার পর এখন পর্যন্ত দেশের হয়ে ১৩ ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৬৪৫ রান করেছেন পোপ।

  • সর্বশেষ
  • পঠিত