ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

এ্যাস্টন ভিলায় আর্সেনাল গোলরক্ষক মার্টিনেজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০

এ্যাস্টন ভিলায় আর্সেনাল গোলরক্ষক মার্টিনেজ

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে আর্সেনাল থেকে ২০ মিলিয়ন পাউন্ডে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে আরেক ইংলিশ ক্লাব এ্যাস্টন ভিলা।

২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন চার বছরের চুক্তিতে এ্যাস্টন ভিলায় গিয়েছেন। গত মৌসুমে আর্সেনালকে এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ে মার্টিনেজের অবদান ছিল। কিন্তু এবারের মৌসুমে তাকে বার্নাড লিনোর পর দ্বিতীয় গোলরক্ষক হিসেবে মাঠে নামতে হয়েছে।

ভিলা বস ডিন স্মিথ বলেছেন, ‘নতুন গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজের সাথে চুক্তি করতে পেরে আমরা দারুন আনন্দিত। আর্সেনালে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমরা সেটা জানি। গত মৌসুমে তার অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি। সুযোগ পাবার সাথে সাথেই আমরা এমিলিয়নোকে লুফে নিয়েছি। আশা করছি দীর্ঘ মেয়াদে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে।’

আরো পড়ুন: মারামারিতে জড়ানোয় নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড (ভিডিও)

আরো পড়ুন: গনসালেসকে চড় মারতে চেয়েছিল নেইমার

গানার্স জার্সি গায়ে ১০ বছরের ক্যারিয়ারে মার্টিনেজ প্রথম একাদশে খেলেছেন ৩৯টি ম্যাচ। ২০১০ সালে ইন্ডিপেন্ডিয়েন্ট থেকে আর্সেনালে যোগ দেবার পর ধারে ছয়টি ক্লাবে খেলেছেন। আর্সেনালের ওয়েবসাইটে মার্টিনেজ বলেছেন, ‘এতগুলো সুন্দর বছর উপহার দেবার জন্য সবাইকে ধন্যবাদ। গত কয়েক মাসে আর্সেনালের সমর্থকদের সামনে নিজেকে প্রমান করতে পারার সুযোগ পাওয়ায় আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। বারবার ধারে খেলতে যাওয়াটাও সুখকর ছিল না। সবসময়ই ফিরে আসাটা দারুণ আনন্দের ছিল। যাবার আগে দুটি শিরোপা আমরা পেয়েছি, এর অনুভূতি ভিন্ন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত