ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০৫  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:১০

করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের

করোনায় আক্রান্ত স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় নওশেরুজ্জামান মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৯টায় না রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান সাবেক এই স্ট্রাইকার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার চাচাতো ভাই সাইদুজ্জামান বলেন, হাসপাতালে আজ (সোমবার) রাত সাড়ে ৯টায় মারা গিয়েছেন ভাই।

চলতি মাসের শুরুতে করোনায় সংক্রমিত হয়েছিলেন নওশের। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রীও। বাড়িতে চিকিৎসা নিয়ে স্ত্রী সুস্থ হয়ে উঠলেও নওশেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য নওশের ছিলেন নামি স্ট্রাইকার। দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। সত্তর দশকে ঢাকার ফুটবলের অন্যতম তারকা ছিলেন তিনি। স্বাধীনতার আগে খেলেছেন রেলওয়ে, ওয়ারী, ফায়ার সার্ভিস ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন তিনি।

তার প্রথম জানাজা মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরে দাফন করা হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত