ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

রোহিতের তাণ্ডবে প্রথম ম্যাচেই কলকাতার হার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৭  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩

রোহিতের তাণ্ডবে প্রথম ম্যাচেই কলকাতার হার

রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব ও জাসপ্রীত বুমরাহ-দীপক চাহারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোলকাতা নাইট রাইডার্সকে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২০ এর ৫ম ম্যাচে মুম্বাই জয় পেয়েছে ৪৯ রানে। আর কলকাতা তাদের প্রথম ম্যাচেই বাজেভাবে হেরেছে। নামকরা বোলার হোক, বা বিশ্বখ্যাত ব্যাটসম্যান, এ দিন কেউ জ্বলে উঠতে পারেনি কেকেআরের হয়ে। ফল, বিশাল ব্যবধানে হার।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৬ রান তাড়া করতে নেমে ২০ ওভার ৯ উইকেটে ১৪৬ রান তুলেছে কলকাতা নাইটরাইডার্স৷ ম্যাচে তারা একবারের জন্যও ফিরতে পারেনি৷ ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নাইটদের টেক্কা দিয়ে সহজ জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স৷ এই জয়ের ফলে আইপিএলের ইতিহাসে কেকেআরের বিপক্ষে ২৬ বারের দেখায় ২০ বার জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স৷ প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে ২০২০ আইপিএল শুরু করলেও এদিন জিতে আত্মবিশ্বাস বাাড়িয়ে নিল রোহিত শর্মারা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। এরপর বাইশ গজে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন মুম্বাইর অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৫৪ বল খেলে ৩ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান। ৮ রানেই প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ৯০ ও সৌরভ তিওয়ারিকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৯ রান তোলেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে তোলেন আরো ৩০ রান। তাতে বড় সংগ্রহ পায় মুম্বাই।

১৯৫ রান তাড়া করতে গিয়ে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছে শাহরুখ খানের দলটি। আর তাদের বোলিংও ছিল এক প্রকার নির্বিষ। ব্যাট হাতে কলকাতার প্যাট কামিন্স সর্বোচ্চ ৩৩ রান করেন। মাত্র ১২ বলে ৪ ছক্কা ও ১ চারে এই টর্নেডো ইনিংস খেলেন তিনি। অধিনায়ক দীনেশ কার্তিক করেন ৩০ রান। এ ছাড়া নিতিশ রানা ২৪, ইয়ান মরগান ১৬ ও আন্দ্রে রাসেল ১১ রান করেন। মুম্বাইর ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন কিরেন পোলার্ড।

ম্যাচসেরা নির্বাচিত হন রোহিত শর্মা।

আরো পড়ুন: আম্পায়ারের ভুল সিদ্ধান্তে প্রীতি জিনতার ক্ষোভ

আরো পড়ুন: আম্পায়ারকে ধুয়ে দিলেন শেবাগ

আরো পড়ুন: বাস দুর্ঘটনায় ছয় ফুটবলার নিহত

আরো পড়ুন: লকডাউনে ফিটনেসের উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর

আরো পড়ুন: হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

আরো পড়ুন: জয়ী হলে ফুটবলকে ১৫০ র‍্যাংকিংয়ে আনবো

আরো পড়ুন: বিসিবির তোপে নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কা

আরো পড়ুন: লঙ্কান বোর্ডের শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়: পাপন

আরো পড়ুন: নাসিরের সঙ্গে কে এই লাস্যময়ী নারী?

আরো পড়ুন: ৩০০ কিলোমিটার হেঁটে ৩ তরুণের প্রচারণা

আরো পড়ুন: ১৯ বছর বয়সেই সফল উদ্যোক্তা শিক্ষার্থী তুহিন

আরো পড়ুন: আনসু ফাতি: বার্সার বিস্ময় বালক

আরো পড়ুন: ২১ বছর বয়সেই সফল ডিজিটাল মার্কেটার মুরসালীন

আরো পড়ুন: চার বছরের রোক্কো যুক্তরাষ্ট্রের গলফার

আরো পড়ুন: হঠাৎ আইপিএল থেকে সরে দাঁড়ালেন রায়না

আরো পড়ুন: আইপিএল নিয়ে উইলিয়ামসনের ভয়

আরো পড়ুন: অবশেষে জানা গেলো রায়নার আইপিএল ছাড়ার কারণ!

আরো পড়ুন: ধোনির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রায়নার

আরো পড়ুন: মারামারিতে জড়ানোয় নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড (ভিডিও)

আরো পড়ুন: গনসালেসকে চড় মারতে চেয়েছিল নেইমার

আরো পড়ুন: বাফুফে নির্বাচন থেকে সরে গেলেন বাদল রায়

আরো পড়ুন: এবার শেষ হচ্ছে সালাহউদ্দিনের আধিপত্য?

আরো পড়ুন: অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

আরো পড়ুন: নতুন চুক্তিতে বিতর্কের মুখে ধোনি

আরো পড়ুন: আইপিএল থেকে হঠাৎ বাদ মায়ান্তি ল্যাঙ্গার

আরো পড়ুন: আইপিএল সঞ্চালনায় বিশ্বখ্যাত নেরোলি মেডোজ

আরো পড়ুন: বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

আরো পড়ুন: মেসিকে না পেলেও অভিযোগ নেই গার্দিওলার

আরো পড়ুন: কাঁদলেন বাদল, তারপরও বাফুফে নির্বাচনে ‌‘না’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত