ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

এমন অবিশ্বাস্য ফিল্ডিং আগে দেখেননি শচীন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

এমন অবিশ্বাস্য ফিল্ডিং আগে দেখেননি শচীন

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এ ২৩ বছর ব্যাট বল হাতে মাঠ মাতিয়েছেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য ইতিহাস গড় শচীন অসংখ্য ইতিহাসের সাক্ষীও। ব্যাট বল তুলে রাখার বহুদিন পর দেখলেন সর্বকালের সেরা ফিল্ডিংটি। এমনটাই জানিয়েছেন শচীন।

সীমানার বাইরেই পড়তে যাচ্ছিল বলটা। সুপারম্যানের মতো উড়ে প্রথমে বল তালুবন্দী করলেন নিকোলাস পুরান। এরপর উড়ন্ত অবস্থাতেই ছুড়লেন মাঠের ভেতরে। কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসের চোখের সামনেই ঘটলো ঘটনাটা। করতালিতে তিনি অভিবাদন জানালেন শিষ্য পুরানকে।

রোববার আইপিএলে রাজস্থান রয়্যাল-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ঘটেছে ঘটানাটি। রাজস্থান ইনিংসের ৮ম ওভারে মুরুগান অশ্বিনের বলে উড়িয়ে মারেন সঞ্জু স্যামসন। ডিপ মিডউইকেটে দাঁড়ানো ছিলেন নিকোলাস পুরান। অবিশ্বাস্য ফিল্ডিংয়ে নিশ্চিত ছক্কা ঠেকিয়ে দেন তিনি।

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার এ নিয়ে টুইট করেছেন, ‘এটা আমার দেখা সেরা সেভ। সিম্পলি ইনক্রেডিবল!’

পাঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসের চোখেও এটা সেরা ফিল্ডিং। শচীনের টুইটে তার রিপ্লে, ‘যখন ক্রিকেট ঈশ্বর শচীন এ কথা বলেছেন, তাহলে কোনো সন্দেহ নেই যে এটা সেরা সেভ। অসাধারণ কাজ দেখিয়েছে পুরান।’

পুরানের এমন ফিল্ডিং অবশ্য রাজস্থানের একটি ওভার বাউন্ডারি কমিয়েছে শুধু। ম্যাচটা শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নেয় রাজস্থান। পাঞ্জাবের ২২৩ রান টপকে আইপিএলে রান চেজের রেকর্ড গড়ে দলটি।

আরো পড়ুন: আইপিএলের পার্টিতে ক্রিকেটারদের স্ত্রীদের ড্রাগ সেবন

আরো পড়ুন: মাদক যোগে এনসিবিতে হাজির দীপিকা

আরো পড়ুন: আম্পায়ারের ভুল সিদ্ধান্তে প্রীতি জিনতার ক্ষোভ

আরো পড়ুন: করপোরেট লিগ আয়োজনের ভাবনায় বিসিবি

আরো পড়ুন: বিসিবির তোপে নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কা

আরো পড়ুন: লঙ্কান বোর্ডের শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়: পাপন

আরো পড়ুন: নাসিরের সঙ্গে কে এই লাস্যময়ী নারী?

আরো পড়ুন: ৩০০ কিলোমিটার হেঁটে ৩ তরুণের প্রচারণা

বাংলাদেশ জার্নাল/এনএস/টিআই

  • সর্বশেষ
  • পঠিত