ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বড় শাস্তি থেকে বাঁচলেন নেইমার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৬:২৭

বড় শাস্তি থেকে বাঁচলেন নেইমার

মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে মারামারি ও গালাগাল করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার বিরুদ্ধে আরও গুরুতর বর্ণবাদের অভিযোগ উঠেছিল। অবশ্য তিনি নিজেও বর্ণবাদের শিকার বলে পাল্টা অভিযোগ তুলেছেন। এই নিয়ে তদন্ত চলছিল। তবে প্রমাণের অভাবে নেইমারের বিরুদ্ধে আনীত বর্ণবাদের অভিযোগ খারিজ হয়ে গেছে।

তদন্ত চলাকালীন ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছিল, অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার। প্রমাণ না থাকায় বড় শাস্তি এড়িয়েছেন তিনি।

সেই ম্যাচের ঘটনায় মার্শেই ডিফেন্ডার জর্ডান আমাভিকে লাথি মেরে সবচেয়ে বড় শাস্তি পান পিএসজির লেভিন কুরজাওয়া। ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ফরাসি ডিফেন্ডার। আমাভি নিষিদ্ধ হয়েছেন ৩ ম্যাচ। দুই আর্জেন্টাইন পিএসজির লিয়ান্দ্রো পারেদেস ২ ম্যাচ ও মার্শেইয়ের দারিও বেনেদিত্তো ১ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন।

বড় শাস্তি পান পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া। আলভারো গঞ্জালেসকে থুতু ছিটিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।

আরো পড়ুন: মারামারিতে জড়ানোয় নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড (ভিডিও)

আরো পড়ুন: গনসালেসকে চড় মারতে চেয়েছিল নেইমার

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত