ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বাফুফের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২০, ১৮:২৪  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০২০, ১৮:৩৫

বাফুফের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

শেষ হলো বাফুফের আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ। বার্ষিক সাধারণ সভার পর দুপুর দুইটায় শুরু হয় ভোট গ্রহণ। যা চলেছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটাররা তাদের রায় জানান দিয়েছেন ব্যালটের মাধ্যমে। এর পরই শুরু হয়েছে ভোটগণনা।

নির্বাচনের প্রক্রিয়া সহজ করতে এবার নির্বাচন কমিশন আটটি আলাদা বুথ করেছে। এতে সোনারগাঁও হোটেলের ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই বেশিরভাগ ভোট বাক্সে পড়েছে। ১৩৯ জন ভোটার থাকলেও, ভোট দিয়েছেন ১৩৫জন। বাকি চারজন নির্বাচন কেন্দ্রেই আসেননি। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।

এবারের নির্বাচনে নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে ৩, সিনিয়র সহ-সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ৮ এবং সদস্য পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

সভাপতি পদে কাজী সালাহ্উদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় ও কোচ শফিকুল ইসলাম মানিক।

ভোট গ্রহণের আগে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে বার্ষিক সাধারণ সভা। যেখানে বিগত আসরের সাফল্য ব্যর্থতা এবং আর্থিক বিবরণী তুলে ধরা হয়। সর্বসম্মতিক্রমে আর্থিক বিবরণী পাস হয়েছে।

সুর পাল্টে ভোটের মাঠে বাদল রায়

কে হবেন বাফুফের উত্তরসূরি?

ভোটকেন্দ্রের বাইরে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক

ভোটকেন্দ্রের বাইরে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক

অস্বস্তিতে সালাউদ্দিন-মুর্শেদী প্যানেল

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত