ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রোনালদোকে ছাড়াই পর্তুগালের র্দুদান্ত জয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২০, ১৬:১৪

রোনালদোকে ছাড়াই পর্তুগালের র্দুদান্ত জয়

করোনা পজিটিভ হওয়ার কারণে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এরই মধ্যে তুরিনে পাড়ি জমিয়েছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো, থাকবেন কোয়ারেন্টিনে। দলের গুরুত্বপূর্ণ তারকাকে রেখেই সুইডেনের মুখোমুখি হয়েছে পর্তুগাল। শুধু এখানেই থেমে নেই, রোনালদোকে ছাড়াই সুইডেনের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে পর্তুগিজরা।

বুধবার দিবাগত রাতে লিসবনে উয়েফা নেশনস লেভেলের ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। জোড়া গোল করেন জোতা, অন্যটি সিলভা। এর আগে দুদলের প্রথম দেখায় সুইডেনকে ২-০ গোলে হারিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল।

তবে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স। সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে সবার ওপরে আছে পর্তুগাল। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ক্রোয়েটরা। চারে থাকা সুইডেনের পয়েন্ট শূন্য। এদিকে সুইডেনের বিপক্ষের ম্যাচে অধিনায়কের অনুপস্থিতি একেবারেই বুঝতে দেননি সতীর্থরা। ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। সতীর্থের পাস ধরে ডি-বক্সে বল পেয়ে যান জোতা। সিলভাকে বল বাড়ান জোতা। ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠান ম্যানচেস্টার সিটির তারকা সিলভা।

৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। বাঁ-দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ফলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় পর্তুগালের।

৭২ মিনিটে একেবারে একক প্রচেষ্টায় গোল করেন জোতা। বাঁ প্রান্ত থেকে প্রায় অর্ধেক মাঠ দৌড়ে এসে কাট ইন করে ঢুকে দুই-তিনজন ডিফেন্ডার কাটিয়ে ডান পায়ের সুন্দর প্লেসমেন্টে দলকে ৩-০-তে এগিয়ে দেন। তাতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।

শেষ র্পযন্ত এই জয় নিয়ে গ্রুপের শীর্ষ অবস্থানে আছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারানো ফ্রান্স। সব কয়টা ম্যাচ হারা সুইডেন আছে গ্রুপের একদম শেষে।

বাংলাদেশ জার্নাল/এনআর/টিআই

  • সর্বশেষ
  • পঠিত