ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আরামবাগের কোচ হচ্ছেন সুব্রত ভট্টাচার্য

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৭:১৩

আরামবাগের কোচ হচ্ছেন সুব্রত ভট্টাচার্য

মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুব্রত ভট্টাচার্য আরামবাগ ক্রীড়া সংঘের হেড কোচ হতে চলেছেন। চার সহকারী নিয়ে ঢাকায় আসবেন মোহনবাগান লিজেন্ড।

ক্লাবের এক কর্মকর্তা গত সোমবার জানিয়েছেন, ভারতীয় টেকনিশিয়ান আগামী সপ্তাহের মধ্যে পাঁচজন কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে পৌঁছে যাবেন।

সুব্রত ছাড়াও সহকারী হিসেবে চন্দন বালবির রাঠোড়, ফিজিও সঞ্জয় বোস, ফিটনেস ট্রেনার শেখ মাইদুল ইসলাম ও ম্যাসেজম্যান হিসেবে গনেশ নেতাই দুলালকে নিয়োগ দিচ্ছে আরামবাগ।

নতুন মৌসুম সামনে রেখে নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার বাইরে ক্যাম্প শুরু করতে চায় আরামবাগ। গত মৌসুমে দলটির কোচ ছিলেন মিলন মোল্লা। এবার সে সুব্রতর সহকারী কোচ হিসেবে থাকবেন তিনি। করোনার কারণে বাতিল হয়ে যাওয়া মৌসুমে ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে ছিল আরামবাগ। এবার সেখান থেকে দলকে টেনে তোলাই হবে সুব্রতর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সুব্রত ফুটবল ক্যারিয়ারে কখনোই ভারতীয় জাতীয় দলে খেলেননি। তবে যুব দলের হয়ে দেশের জার্সি পরার অভিজ্ঞতা আছে তার।

বাংলাদেশ জার্নাল/এনআর/টিআই

  • সর্বশেষ
  • পঠিত