ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বায়ার্নের উড়ন্ত সূচনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৪:৫২

বায়ার্নের উড়ন্ত সূচনা
ছবি: সংগৃহীত

এইতো দুই মাস আগে চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতে ফিরেছে বায়ার্ন মিউনিখ। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন মৌসুম শুরু করল বায়ার্ন। তবে এবার বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিংসলে কোমেনের জোড়া গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

অন্য ম্যাচে পোর্তোকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর আয়াক্সের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে লিভারপুল।

এদিকে নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদকে দাড়াতেই দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। সবশেষ ফাইনালের নায়ক কিংসলে কোমেন এদিনও পেয়েছেন ২ গোলের দেখা। ম্যাচের মাত্র২৮ মিনিটে কোমেনের গোলেই এগিয়ে যায় বায়ার্ন। আর ৪১ মিনিটে গোল করেন গোরেটস্কা।

অন্যদিকে কোরোঁতাঁ তোলিসো দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে প্রায় ২৮ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান । ৭২তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দ্বিতীয় গোল পাওয়া কোম্যান। এতেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ জার্নাল/এনআর/এইচকে

আরো পড়ুন:

> প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল-মাহমুদউল্লাহ

> ইনজুরিতে মুশফিক

> ‘সুখেই আছেন’ পেলে

> দুর্বল শাখতারে রিয়ালের অসহায় আত্মসমর্পণ

  • সর্বশেষ
  • পঠিত