ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

আমরা ফাইনালে খেলার যোগ্য নই: তামিম

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৫:৪৭

আমরা ফাইনালে খেলার যোগ্য নই: তামিম

প্রেসিডেন্টস কাপ লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে নাজমুল একাদশের কাছে বৃষ্টি আইনে মাত্র ৭ রানে হেরে লিগ থেকে বিদায় নিয়েছে তামিম একাদশ। ম্যাচ হেরে টুর্নামেন্ট থেক বিদায় নেয়া তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবাল বেশ হতাশ। ম্যাচ জিতলেই তারা পেতেন ফাইনালের টিকিট।

টস জিতে নাজমুল একাদশ প্রথমে ব্যাট কতে নেমে সংগ্রহ করে মাত্র ১৬৩ রান। কিন্তু এই মামুলি রান তাড়া করতে নেমে খেলার দুই বল বাকি থাকতেই ১৫৬ রানে গুটিয়ে যায় তামিম একাদশের ইনিংস। অধিনায়ক তামিম নিজে অর্ধশত রান করলেও বাকি ব্যাটসম্যানরা কিছুই করতে পারেনি।

ম্যাচ হেরে হতাশ অধিনায়ক বলেন, তার দল ফাইনাল খেলার যোগ্যতা রাখে না। হতাশা কন্ঠে তামিম বলেন, 'পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয় আমরা ফাইনাল খেলার যোগ্যতা রাখি না। আমি যখন আউট হই তখনো বলের সাথে রানের অনেক ব্যবধান ছিল, রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। ঐ জায়গা থেকে এই জায়গায় ম্যাচ এসে যাবে এটা আমি নিজেও কল্পনা করিনি। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি নি।'

নিজেদের চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে তামিম একাদশ। ব্যাটিং ব্যার্থতার কথা বললেও বোলারদের প্রশংসা করতে ভুলেননি অধিনায়ক তামিম। তিনি বলেন, 'সব ম্যাচেই বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে। সাইফউদ্দিন, শরিফুল, মেহেদী সহ সব বোলারদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমি সহ সব ব্যাটসম্যানের পারফরম্যান্স যতটা ভালো হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।'

বাংলাদেশ জার্নাল/ডব্লিউএ/টিআই

  • সর্বশেষ
  • পঠিত