ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ইমিগ্রেশন থেকেই ফিরে গেল আরামবাগের ভারতীয় কোচ

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৮:১২

ইমিগ্রেশন থেকেই ফিরে গেল আরামবাগের ভারতীয় কোচ

মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুব্রত ভট্টাচার্য আরামবাগ ক্রীড়া সংঘের হেড কোচ হতে চলেছেন। চার সহকারী নিয়ে আজ ঢাকায় আসার কথা ছিল মোহনবাগান লিজেন্ডের। কিন্তু বাংলাদেশে ঢুকতেই কোচ সুব্রত ভট্টাচার্যসহ পাঁচ কোচিং স্টাফকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কারণ করোনা পরিস্থিতিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছিল না তাদের।

আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে প্রবেশ করতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি লাগে, সেটি না জানার কারণেই এই সমস্যা, ‘আজ আমাদের ভারতীয় কোচরা বেনাপোল স্থল বন্দর নিয়ে প্রবেশ করতে পারেননি। করোনা পরিস্থিতির কারণে বেনাপোল ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র চেয়েছে। যেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না।’

তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি এ মাসের মধ্যেই সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী।

কোচ সুব্রত বলেন, ‘ভারতীয় ইমিগ্রেশনের ছাড়পত্র নিয়ে আমরা বাংলাদেশ ইমিগ্রেশনে যাই। আমাদের ভিসা ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাগজপত্র ছিল। তবে সবারই করোনা নেগেটিভ রিপোর্ট ছিল। কিন্তু করোনা পরিস্থিতির এই সময় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির কাগজ লাগবে বলে জানায় তারা। যা আমাদের কাছে ছিল না। পাঁচ ঘণ্টা বসে থাকার পর ফিরে আসি।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত