ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রাতে জমজমাট এল ক্লাসিকো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৪:৩৩

রাতে জমজমাট এল ক্লাসিকো

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। টানা দুই হারে নড়বড়ে আত্মবিশ্বাস নিয়েই ন্যু ক্যাম্পে নামছে জিদানের দল। অন্যদিকে তারুন্যে বলীয়ান বার্সেলোনাও সামনে এগুচ্ছে নতুন উদ্যমে। দু’দলের মহারণ মাঠে গড়াবে বাংলাদেম সময় রাত আটটায়। এদিকে, রাত সাড়ে ১০টায় এইবারের মুখোমুখি হবে সেভিয়া। আর রাত ১টায় রিয়াল বেটিসের মোকাবেলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ফুটবল তো বটেই যে কোন খেলার বিচারে সবচেয়ে বড় দ্বৈরথ রিয়াল-বার্সা ম্যাচ। কাতালুনিয়ায় শনিবারের ভোরটা একটু অন্যরকম। পুরো বিশ্বের নজর থাকবে বার্সেলোনায়। আরা নির্দিষ্ট করে বললে ন্যু ক্যাম্পে। তবে, করোনায় বদলে গেছে পৃথিবী। তাই কিছুটা নিশ্চুপ এবারের এল ক্লাসিকো।

স্প্যানিশ ধ্রুপদী লড়াইয়ের আগে চোখ বুলানো যাক পরিসংখ্যানে। এখন পর্যন্ত ২৪৪ এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হয়েছে দুদল। সমান ৯৬টি করে জয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। ড্র ৫২টিতে। যদিও লা লিগায় এক জয় বেশি নিয়ে এগিয়ে লস ব্লাঙ্কোরা। অন্যদিকে কাতালান জায়ান্টরা এগিয়ে কোপা দেল রে হেড টু হেডে।

চলতি মৌসুমে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারপরও খুব একটা স্বস্তিতে নেই জিদান। কারণটা পরিষ্কার। লা-লিগায় শেষ ম্যাচে অখ্যাত কাদিজের কাছে হেরে এসেছে রামোসবাহিনী।

চ্যাম্পিয়ন্স লিগের স্বাগতিক হয়ে ৩-২ গোলের হেরেছে শাখতার দোনেস্কের কাছে। জিজুর চিন্তা আরও বাড়বে দলের ইনজুরি তালিকায় চোখ রাখলে। হ্যাজার্ড-কারভাহালসহ মোট ৫ সদস্য নিশ্চিতভাবেই খেলতে পারছেন না গুরুত্বপূর্ণ ম্যাচটা। তবে,এ ম্যাচে ফিরতে পারেন অধিনায়ক সার্জিও রামোস। সঙ্গে মদ্রিচ-ক্যাসিমিরোদের দায়িত্ব নিয়ে খেলতে হবে পুরো সময়।

ইনজুরির সমস্যা আছে কাতালান শিবিরেও। রক্ষণে নেই সামিউল উমিতি। গোলপোস্টেও নাম্বার ওয়ান স্টেগান ভুগছেন হাঁটুর ইনজুরিতে। তবে, একজন মেসির সামনে উড়ে যেতে পাড়ে সব হিসেব নিকেষ। কারণ এল ক্লাসিকোয় সর্বোচ্চ ২৬ বার বল জালবন্দি করার রেকর্ড আর্জেন্টাইন জাদুকরের দখলে

মেসি-আনসু ফাতি-কৌতিনিয়ো-পেদ্রি আর ডেম্বেলে; ৫ জনই শেষ ম্যাচে নাম তুলেছেন স্কোর শিটে। আত্মবিশ্বাসটা তাই তুঙ্গে বার্সেলোনার। মৌসুমে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে থাকলেও কাতালানরা ম্যাচ খেলেছে মাত্র ৪টা। যেখানে রিয়াল মাদ্রিদ খেলেছে ৫ ম্যাচ।

পরিসংখ্যানে সবমিলিয়ে আবারও মাদ্রিদের এগিয়ে যাওয়া নাকি লা লিগায় কাঁধে কাঁধ মেলাবে বার্সা তার অপেক্ষায় প্রহর গুনছে সমর্থকরা।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত