ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

জুভেন্টাসের ম্যাচের আগে ইনজুরিতে কৌতিনহো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৬:২১

জুভেন্টাসের ম্যাচের আগে ইনজুরিতে কৌতিনহো

শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো হারার শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারো দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে। এবার বার্সা তারকা ফিলিপ কৌতিনহো হ্যামস্টিং ইনজুরিতে আক্রান্ত। কাতালান ক্লাবটির পক্ষ্য থেকে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে আগামী ২৮ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকছেন না কৌতিনহো।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'রোববার সকালে একটি মেডিকেল পরীক্ষার মাধ্যমে জানা গেছে, ফিলিপ কৌতিনহো হ্যামস্ট্রিং ইনজুরিতে (বাঁ-পায়ে) আক্রান্ত। তিনি কতদিন মাঠের বাহিরে থাকবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটি তার সেরে ওঠার উপর নির্ভর করবে।'

ক্লাবটি আরও জানিয়েছে, 'কৌতিনহো শনিবার এক ক্লাসিকো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছে। এই মৌসুমে এখন পর্যন্ত তিনি বার্সেলোনার হয়ে ৬টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এর মধ্যে পাঁচটি লা লিগায় ও একটি চ্যাম্পিয়নস লিগে।

এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ফেরেস্কাভারোসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় বার্সেলোনা। আর এবার গ্রুপ 'জি'র শীর্ষে থাকতে হলে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে জিততেই হবে বার্সেলোনাকে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত