ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তার পদত্যাগ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৭:১৬

দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তার পদত্যাগ

একসঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা পদত্যাগ করেছেন। রোববার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয় পরিচালক ইস্তফা দিয়েছেন। পরেরদিন সোমবার বোর্ডের বাকি ১০ সদস্যও পদত্যাগ করেছেন। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

বিবৃতিতে জানানো হয়, 'দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডের পদত্যাগ করা উচিৎ এমন আলোচনা হয়েছিল সদস্যের কাউন্সিলে। আর এরই ধারাবাহিকতায় আজ (রোববার) সকালে সেটিই করেছেন সকলে। স্বতন্ত্র ও অ-স্বতন্ত্র সব পরিচালকই পদত্যাগ করেছেন।'

রোববার পদত্যাগ করা ছয় কর্মকর্তাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, চারজন অ-স্বতন্ত্র সদস্য এবং একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাম। আর আজ সকালে পদত্যাগ করলেন অ-স্বতন্ত্র পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল।

সোমবার পদত্যাগ করেন জোলা থেমাই, মারিউস স্কোম্যান, ইউগেনিয়া কুলা-অমেইউ এবং ভুয়োকাজি মেমানি-সেডিল।

সিএসএ এক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানায় , ‘সদস্যের কাউন্সিল হওয়ার আলোচনা হয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য বোর্ড সদস্যদের সবার পদত্যাগ করা উচিৎ। সেটাই তারা করেছে। সকল স্বতন্ত্র এবং অ-স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত