ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

১৫ বছর বয়সেই বিগ ব্যাশে আফগানিস্তানের নূর!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ১৭:১৭

১৫ বছর বয়সেই বিগ ব্যাশে আফগানিস্তানের নূর!

রশিদ খান, মোহাম্মদ নবীরা এখন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। এছাড়া আরও নতুন মুখ উঠে আসছেন। যেমন নূর আহমেদ। মাত্র ১৫ বছর বয়সী এই আফগান চায়নাম্যান স্পিনারকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।

২০০৫ সালে কাবুলে জন্ম নেন নূর। আফগানদের ঘরোয়া ক্রিকেটে ১টি প্রথম শ্রেণীর ম্যাচ, দুটি লিস্ট 'এ' ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব মিলিয়ে ২৫টি উইকেট নিয়েছেন নূর। বাঁহাতি নূর ছিলেন গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্য। এই স্পিনার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে আছে ১৫ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।

বিগ ব্যাশে নূরের সঙ্গে একই দলের হয়ে খেলবেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। নূরকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। তারা নূরের বোলিং রহস্য দিয়েই বাজিমাত করতে চায়। রেনেগেডসের প্রধান কোচ মাইকেল ক্লিনজার বলেন, 'গত এক বছর ধরে আমরা নূরকে নজরে রেখেছি। তাকে খুব বেশি মানুষ দেখেনি। আমার মনে হয়, এটা আমাদের বড় সুবিধা হবে।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত