ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

নতুন মৌসুমে জয়রথে বায়ার্ন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২০, ১৫:২০

নতুন মৌসুমে জয়রথে বায়ার্ন

নতুন মৌসুমে জয়ের উচ্ছ্বাসে দারুণ সময় পার করছে বায়ার্ন মিউনিখ। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগসহ একের পর এক জয়ের ছন্দে উড়ছে জার্মানির ক্লাবটি। গতকাল শনিবার রাতে বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে জয় তুলে নিয়েছে হান্স ফ্লিকের শিষ্যরা।

বায়ার্ন প্রতিপক্ষের মাঠে কোলনকে ২-১ গোলে হারিয়েছে । চলতি লিগে এ নিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ট্রেবলজয়ীরা। তবে ম্যাচটিতে ছিলেন না আগের ম্যাচে হ্যাটট্রিক করা রবার্তো লেভান্ডোস্কি। তাকে বিশ্রাম দিয়েছেন কোচ। অবশ্য দলের সেরা তারকার অভাব বুঝতেই দেননি বাকিরা। টমাস মুলার ও সের্গে জিনাব্রির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

এদিন প্রতিপক্ষের মাঠে ১৩ মিনিটে সফল স্পটে দলকে এগিয়ে নেন মুলার। হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় বায়ার্ন। ওই সুযোগ কাজে লাগিয়ে স্কোরবোর্ডে নাম লেখান মুলার।

বিরতির আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। ডান দিক দিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে ঠিকানা খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড। শেষের দিকে ব্যবধান কমায় স্বাগতিকরা। ৮২ মিনিটে কোলনের হয়ে গোল করেন ডমিনিক ড্রাক্সলার। তাতে ২-১ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বায়ার্ন মিউনিখকে।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে বায়ার্ন। অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। তবে লাইপজিগ আছে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে।

বাংলাদেশ জার্নাল/এনআর/টিআই

  • সর্বশেষ
  • পঠিত