প্রকাশ : ০৬ নভেম্বর ২০২০, ১২:৪০
এবার হাজারি ক্লাবে নাদাল
ফরাসি ওপেনে নিজের ১৩তম শিরোপা জিতে ফেদেরারের ২০ তম গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডের এক মাসের মাথায় আবারও দারুণ কীর্তি গড়লেন রাফায়েল নাদাল। এই স্প্যানিশ তারকা টেনিস ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে এক হাজার এটিপি ট্যুর ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন।
|আরো খবর
প্যারিস মাস্টারর্সে আরেক স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেসকে হারিয়ে নিজের এক হাজারতম জয় পান নাদাল। তার আগে এই মাইলফলক ছোঁয়া তিন জন হলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি জিমি কনরস (১২৭৮), রজার ফেদেরার (১২৪২) ও চেক রিপাবলিক গ্রেট ইভান লেন্ডল (১০৬৮)।
ম্যাচ জিতে নাদাল বলেন, 'আজকে এই অবস্থানে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এই মাইলফলকের পৌঁছাতে আকামেম অবশ্যই অনেক কিছু ভালোভাবে করতে হয়েছে।'
বাংলাদেশ জার্নাল/ডব্লিউএ/টিআই