ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানিদের বাংলা শেখাচ্ছেন তামিম!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ১৯:২৮

পাকিস্তানিদের বাংলা শেখাচ্ছেন তামিম!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। এ জন্য প্লে অফে তাদের দুটি ম্যাচ জিততে হয়েছে। ম্যাচ দুটি জয়ে তামিমের খুব একটা ভূমিকা নেই। কারণ হুট করে এক জায়গায় উড়ে গিয়ে পারফর্ম করা সম্ভব নয়। কিন্তু তামিম পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোন ভাষায় কথা বলেন?

সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, আমি উভয় ভাষাই ব্যবহার করি। আমরা সাধারণত ইংরেজিতে কথা বলি, আর আমি হিন্দি-উর্দুতে কিছু কথা বলার চেষ্টা করি। জানি না আমি এটা কত ভালো বলতে পারি। আমি তাদের কিছু বাংলাও শেখানোর চেষ্টা করি। তাদের কেউ কেউ কিছু বাংলা বলতে পারে’।

সাক্ষাৎকারে সঞ্চালক তামিমকে উর্দু ভাষায় কথা বলার অনুরোধ করলে তামিম তা নাকচ করে দেন। তামিম বলেন, আমি উর্দু বলতে পারব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা আছে শুধু ইংরেজি ও বাংলা বলার। আমি কিছু উর্দু পারি। দুই-একটা শব্দ বলতে পারি।

লাহোরকে পিএসএলের ফাইনালে উঠার জন্য জিততে হয়েছে জোড়া ম্যাচ। এলিমিনেটরের দুটি ম্যাচেই দলের জয়ে ভূমিকা ছিল তামিমের। তবা ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তিনি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত