ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নতুন নিয়মে টেস্ট চ্যাম্পিয়নশিপ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২০, ১৬:১৯

নতুন নিয়মে টেস্ট চ্যাম্পিয়নশিপ

করোনার কারণে লম্বা সময় মাঠে ছিল না ক্রিকেট। অনেকটা সময় খেলা না হওয়ায় ঠাসা সূচির চাপে পড়ে গেছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত সময়ে খেলা শেষ করতে তাই নতুন পদ্ধতি বেছে নিয়েছে অভিভাবক সংস্থাটি। প্রতিযোগিতার দুই ফাইনালিস্ট ঠিক হবে শতকরা পয়েন্টের হিসাব ধরে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশে নতুন করে মূল্যায়ন করা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। তাতে কপাল পুড়েছে ভারতের, শীর্ষ থেকে নেমে গেছে দুইয়ে। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ভারতকে টপকে উঠে গেছে শীর্ষে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই নিয়ম বাস্তবায়নের কথা জানিয়েছে আইসিসি। অনিল কুম্বলেকে নিয়ে করা ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন হয়েছে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায়।

৭৫ শতাংশ পয়েন্ট বিরাট কোহলির দলের। ৮২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া চলে এসেছে এক নম্বরে। বাংলাদেশ এখনও শতাংশ হিসেবে কোনো পয়েন্ট যোগাড় করতে পারেনি। তাই টাইগাররা আগের মতই আছে তলানিতে।

বাংলাদেশ জার্নাল/টিআই
  • সর্বশেষ
  • পঠিত