ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধু কাপে থাকছেন তিন বিদেশি ধারাভাষ্যকার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২০, ১৯:৩২

বঙ্গবন্ধু কাপে থাকছেন তিন বিদেশি ধারাভাষ্যকার

তিন দলের প্রেসিডেন্টস কাপ শেষ হওয়ার পর ২৪ নভেম্বর থেকে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মোট পাঁচটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় না থাকলেও আসছে তিন বিদেশি ধারাভাষ্যকার।

বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে যাত্রা শুরু করা 'টি-স্পোর্টস' এই টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব পেয়েছে। সংবাদমাধ্যমকে টি-স্পোর্টসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি এ বিষয়ে জানিয়েছে, 'বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিদেশি ধারাভাষ্যকার থাকছে। আমরা তিন জনের আসা নিশ্চিত করেছি। তারা হলেন আয়ারল্যান্ডের নেইল ও ব্রায়েন,জিম্বাবুয়ের এডওয়ার্ড রেইন্সফোর্ড এবং ভারতের আনজুম চোপড়া। এর বাইরে আরও বড় নাম যুক্ত করার চেষ্টাও চলছে।'

এদিকে বাংলাদেশ থেকে আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী ও শাহরিয়ার নাফিস সহ সর্বমোট পাঁচ জন থাকবেন।

আগামী ২৪ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা খেলবে মিনিষ্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে। টুর্নামেন্ট চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ জার্নাল/ডব্লিউএ/টিআই

  • সর্বশেষ
  • পঠিত