ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

সাইবার হামলার শিকার ইউনাইটেড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৬:২২

সাইবার হামলার শিকার ইউনাইটেড
প্রতীকী ছবি

ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের তথ্যপ্রযুক্তিগত রক্ষণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। রীতিমতো বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছেন একদল হ্যাকার। সূত্র বলছে, সম্প্রতি হ্যাকিংয়ের কবলে পড়েছিল ইউনাইটেডের তথ্যপ্রযুক্তি বিভাগ।

ইউনাইটেড এক বিবৃতিতে হ্যাকিংয়ের শিকার হওয়ার খবর জানিয়েছে। তবে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানিয়েছে ক্লাবটি। সাইবার অপরাধীরা ক্লাবটির ‘জটিল’ প্রযুক্তি ব্যবস্থায় হামলার পর টনক নড়ে তাদের।

এরপর তথ্যপ্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কাল সন্ধ্যায় বিবৃতিতে খবরটি নিশ্চিত করে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

হ্যাকাররা ভীষণ কৌশলী হলেও ক্লাবের ওয়েবসাইটের কোনো ক্ষতি করতে পারেননি। এমনকি কোনো অ্যাপস বা ভক্ত ও গ্রহীতাদের তথ্যও খোয়া যায়নি বলে জানিয়েছে ইউনাইটেড।

লিগে আজ রাতে ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচের মুখোমুখি হবে ওলে গুনার সুলশারের দল। হ্যাকারদের হামলা এ ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে জানায় ইংলিশ ক্লাবটি।

ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্রুত ব্যবস্থা নিয়ে তা রুখে দেওয়ার পর প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এখন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছে:

> অবশেষে থামলো পিএসজির জয়যাত্রা

> টেনিসের চোখ ধাঁধানো সুন্দরীরা

  • সর্বশেষ
  • পঠিত