ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ইব্রার চোটে বিপাকে মিলান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ১৬:৪৬

ইব্রার চোটে বিপাকে মিলান

ইনজুরিতে এসি মিলানের তারকা ফরোয়ার্ড জ্বলাতন ইব্রাহিমোভিচ। নাপোলির বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতানোর ম্যাচে মাংসপেশিতে চোট পান এই সুইডিস তারকা।

গত রোববার সিল ম্যাচে নাপোলির বিপক্ষে ম্যাচে চোট পান ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তার জোড়া গোলে দশ বছরেরও বেশি সময় পর নাপোলির মাঠ থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে এসি মিলান।

দলের তারকা খেলোয়াড়ের চোটের বিষয়টি নিশ্চিত করলেও তার সেরে উঠতে কতদিন লাগবে তা জানায়নি ইতালির ক্লাবটি। এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এই অবস্থায় তাকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের জন্য পাচ্ছে না তার দল। এতে ইউরোপা লিগে দুটি ম্যাচে তার থাকা হচ্ছে না। পরিস্থিতি অনুকূলে না থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হয়তো তিনি খেলতে পারবেন না। চলতি মৌসুমে লিগে ছয় ম্যাচে সর্বোচ্চ দশ গোল করেছেন ইব্রাহিমোভিচ।

সিরি আ ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিলান। রোববার তাদের প্রতিপক্ষ ১৫তম স্থানে থাকা ফিওরেন্তিনা।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত