ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

স্মিথের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৪:১০

স্মিথের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

সিডনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকলে হলে ৫০ ওভারে ৩৯০ রান করতে হবে কোহলিদের। ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে আজও ৬২ বলে শতক করেছেন স্টিভ স্মিথ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্বাগতিকরা করেছে ৩৮৯ রান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। ৬৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৪ রান করেন তিনি। তাণ্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েলও। ২৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওপেনিং জুটিতে অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ১৪২ রানের জুটি গড়েন। ফিঞ্চ ব্যক্তিগত ৬০ রানে আউট হওয়ার পর ওয়ার্নার আউট হন ব্যক্তিগত ৮৩ রানে। চার নম্বর পজিশনে নেমে ৬১ বলে ৭০ করেন লাবুশানে।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট শিকার করেন।

প্রথম ম্যাচে ৬৬ রানে হেরে যাওয়ায় ভারতের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত