ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পাঁচ ফিফটিতে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৭:২৮

পাঁচ ফিফটিতে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড
অস্ট্রেলিয়ার নতুন রেকর্ডে ৫ ব্যাটসম্যান

সিডনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকলে হলে ৫০ ওভারে ৩৯০ রান করতে হবে কোহলিদের। ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে আজও ৬২ বলে শতক করেছেন স্টিভ স্মিথ।

প্রথম ওয়ানডেতে ফিঞ্চ-স্মিথের শতকে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহের পর দ্বিতীয় ওয়ানডেতে আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এবার ৩৮৯ রানের পাহাড় গড়েছে ফিঞ্চের দল। যা ওয়ানডেতে যেকোন দলের বিপক্ষে তাদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই ম্যাচে পঞ্চাশোর্ধ রান করেছেন অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যানই। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান পঞ্চাশের বেশি রান করার রেকর্ড গড়লেন।

এর আগে প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়েছিল অজিরাই। এই ভারতের বিপক্ষেই তাদের মাটিতে জয়পুরে ২০১৩ সালে এ রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া৷ সেই ম্যাচে ৩৬০ করেও রোহিত, কোহলির শতকে মাত্র ৪৪ ওভারেই সেই রান চেজ করে ৯ উইকেটে জিতেছিল ভারত।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত