ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

৪ সেন্টারব্যাকের ইনজুরিতে বিপাকে বার্সা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৫:২৯

৪ সেন্টারব্যাকের ইনজুরিতে বিপাকে বার্সা
বার্সেলোনা শিবিরে ইনজুরির মিছিল

ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে ১-০ গোলে হারার লজ্জা কাটিয়ে গতকালের ম্যাচে ভালো ভাবেই ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের দারুণ এক জয়ে মাঠ ছেড়েছেন কোম্যান শিষ্যরা। তবে তাতেও স্বস্তি নেই বার্সা শিবিরে। ইনিজুরিতে পড়েছেন ক্লেমো লাংলে। ফলে দলের চার সেন্ট্রার ব্যাক ইনজুরির কারণে এখন মাঠের বাহিরে।

অ্যাটলেটিকোর বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন জেরার্ড পিকে। তাকে তিন থেকে পাঁচ মাসের জন্য থাকতে হবে মাঠের বাহিরে। অন্যদিকে স্যামুয়েল উমতিতি ইনজুরিতে আছেন অনেক দিন ধরেই। ইনিজুরিতে ছিলেন আরেক সেন্টার ব্যাক আরাউজোও। তখন দলের এক মাত্র ভরসা হয়েছিলেন এ লংলেই। শেষ ভরসাও আগের দিন ওসাসুনার বিপক্ষে ইনজুরিতে পড়েছেন।

ম্যাচের ৬৭তম মিনিটে ইনজুরিতে পড়েন লংলে। ওসাসুনার রুবেন গার্সিয়ার সঙ্গে বল দখলের লড়াইয়ে গোড়ালির গাঁটে আঘাত পান এ ফরাসি। ফলে আর চালিয়ে যেতে পারেননি। দলে আর সেন্টার ব্যাক না থাকায় মিডফিল্ডার কার্লোস অ্যালেনাকে মাঠে নামান কোচ রোনাল্ড কোমান। পরে আরেক মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং বাধ্য হয়ে রক্ষণ সামলানোর দায়িত্ব নেন।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ড্যামানো কিয়েভের বিপক্ষের ম্যাচে সেন্ট্রার ব্যাক হিসেবে 'বি' দলের আস্কার মাঙ্গুয়েজাকে আনা হয়েছে মূল দলে। আগের দিন ওসাসুনার বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি।

এদিকে লংলের ইনজুরির বিষয়ে কোম্যান জানান, 'আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তারা বলে আগামীকাল পরীক্ষা করানো পর্যন্ত অপেক্ষা করতে। তবে এটা খুব বেশি গুরুতর দেখাচ্ছে না। বুধবারের ম্যাচে সে থাকতে পারবে কি-না জানি না। আশা করছি বড় কিছু নয়।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত