ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

দল থেকে বাদ, ক্ষোভ ঝারলেন আমির

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:০১  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২০, ১৯:০৫

দল থেকে বাদ, ক্ষোভ ঝারলেন আমির

টিম ম্যানেজমেন্টের সঙ্গে খেলোয়াড়দের ‘যোগাযোগের দূরত্ব’ কতটা তা ফাঁস করলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। খেলোয়াড়রা অবসন্ন থাকলেও দল থেকে বাদ পড়ার ভয়ে ছুটি চাইতে পারেন না।

নিউজিল্যান্ড সফরের জন্য ৩৫ সদস্যের বড় স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান। সেখানে জায়গা হয়নি দেশটির অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমিরের। অভিজ্ঞ ও তারকা এই পেসার রাখঢাক না রেখেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকের প্রতি।

আমির বলেন, ‘সমস্যা হলো, পাকিস্তান ক্রিকেটে যদি কোনো খেলোয়াড় সাহস করে বলে ফেলেন যে তিনি বিশ্রাম নিতে চান, তবে তাকে বাদ পড়তে হয়। ফলে খেলোয়াড়রা টিম ম্যানেজম্যান্টের কাছে এসব নিয়ে কথা বলতে ভয় পায়।’

পাকিস্তানি পেসার যোগ করেন, ‘পাকিস্তান ক্রিকেটে একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, যেখানে খেলোয়াড়রা দল থেকে বাদ পড়ার ভয়ে থাকে। আমার মনে হয় খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপটা দূর করা উচিত। যখন একজন খেলোয়াড় বিরতি নিতে চায়, তার এটা বলতে পারা উচিত। ম্যানেজম্যান্টেরও উচিত তাকে বাদ না দিয়ে ব্যাপারটা বোঝা।’

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির, যা অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছে। এ নিয়ে তিনি বলেছেন, ‘মিকি আর্থার আমাদের প্রধান কোচ ছিলেন এবং এ সম্পর্কে যে কেউ তার কাছে জানতে চাইতে পারে। ২০১৭ সাল থেকে আমি তাকে বলে আসছি আমার কাজের চাপ না কমলে টেস্ট ক্রিকেট ছেড়ে দেবো। আমার অবসরের ঘোষণার পর এ নিয়ে ছয় মাস কেউ কথা বলেনি। বিতর্ক তৈরি হলো যখন আমরা অস্ট্রেলিয়ায় হেরে গেলাম।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত