ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মেসি ছাড়াই উড়ছে বার্সা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:০৩

মেসি ছাড়াই উড়ছে বার্সা
চ্যাম্পিয়ন্স লীগে মুখোমুখি বার্সেলোনা ফেরেন্সভারোসা

চ্যাম্পিয়ন্স লীগে জয়রথ যেন থামছেই না বার্সেলোনার। কাম্প নউয়ে উড়িয়ে দেয়ার পর এবার দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই ফেরেন্সভারোসকেও ৩-০ গোলে হারিয়েছে রোনাল্ড কুমানের দল। টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে এখন শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করার আশায় কাতালানরা।

রাউন্ড অব সিক্সটিনে আগেই কোয়ালিফাই করেছিল বার্সেলোনা। দলের সেরা তারকাকে তাই বিশ্রামেই রেখে দেয় বার্সা। ডায়নামো কিয়েভের পর ফেরেন্সভারোসের বিপক্ষেও স্কোয়াডে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক মেসিকে।

হাঙ্গেরিয়ান ক্লাবের বিপক্ষে কুমান শিষ্যদের পারফরম্যান্স মেসির অনুপস্থিতি খুব একটা টের পেতে দেয়নি। এলএমটেনের ছায়া থেকে বেরিয়ে দ্যুতি ছড়ান আতোয়াঁ গ্রিজম্যান।

লেফট উইং দিয়ে আক্রমণ চালিয়ে গেছে বার্সা। বল মাঠে গড়ানোর ২৮ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচটি নিজেদের দখলে নেয় বার্সা। গোল তিনটি হয়েছে যেন ‘সাত’-এর নামতা গুনে। ১৪ মিনিটে জর্ডি আলবার বাসে দুর্দান্ত গোল করে দলকে প্রথম এগিয়ে দেন আতোয়াঁ গ্রিজমান।

২১ মিনিটে ডেম্বেলের অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েইট। কাতালানদের সামনে এলোমেলো ফেরেন্সভারোস। ২৮ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। বল জালে জড়াতে ভুল হয়নি ডেম্বেলের। ৩৪ মিনিটে ব্রাথওয়েইট ভুল না করলে ব্যবধান বাড়তো আরও।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য স্প্যানিশ জায়ান্টদের। তবে, জালের ঠিকানা যেনো ভুলে যান ফরোয়ার্ডরা। ৬৭ মিনিটে ড্রিবল করে ডি-বক্সে ঢুকলেও ফিনিশিংয়ে ব্যর্থ ডেম্বেলে।

ম্যাচের বাকি অংশেও এই ফ্রেঞ্চ ফুটবলারের মিসের মহড়া দেখেছে সমর্থকরা। শেষ মুহূর্তে গোলের দু’টি সহজ সুযোগও হারান তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের ৩ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালানদের।

বার্সেলোনার লক্ষ্য এখন ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া যাতে দ্বিতীয় রাউন্ডে পাওয়া যায় সহজতর প্রতিপক্ষ। সেজন্য ঘরের মাঠে শেষ গ্রুপ ম্যাচে জুভেন্টাসের সঙ্গে ভালো করতে হবে। জিতলে কথাই নেই, ড্র হলেও চলবে, এমনকি ১-০ গোলে হারলেও সমস্যা নেই।

জুভেন্টাসও বুধবার রাতে ৩-০ গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। গোল করেছেন ফেদেরিকো চিয়েসা, আলভারো মোরাতা ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত