ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

রাতে শক্তিশালী কাতারের মুখোমুখি উজ্জীবিত বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪৩  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪৬

শক্তিশালী কাতারের মুখোমুখি উজ্জীবিত বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে আজ রাতে বাংলাদেশ ফুটবল দল মুখোমুখি হচ্ছে কাতারের। সব বিভাগেই এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি। তবুও কাতারকে রুখে দেয়ার স্বপ্ন দেখছেন জামাল ভূঁইয়ারা।

কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপ বাছাইয়ের স্থগিত হওয়া ম্যাচটি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সময় রাত ১০টায়। সরাসরি দেখাবে টি স্পোর্টস ও বাংলা টিভি।

দোহার এই ম্যাচে নামার আগে দুই দলের পার্থক্য বিশাল। র‌্যাংকিংয়ে কাতারের চেয়ে ১২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ। তাছাড়া মহামারির মধ্যেও সফরকারীদের চেয়ে দুই মাস আগে ফুটবল খেলা শুরু করেছে কাতার।

প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না, বাংলাদেশ যেন বুক ফুলিয়ে মাঠ ছাড়তে পারে সেটাই চাওয়া জেমির, ‘এমন ম্যাচ খেলা হবে খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতা। এটা অনেক কঠিন ম্যাচ। কিন্তু আমরা এমন কিছুর জন্য মুখিয়ে আছি, যেন আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে খেলতে পারি এবং বাংলাদেশকে গর্বিত করতে পারি। কাতার তো আমাদের বিপক্ষে জিততেই চাইবে। কিন্তু আমাদের ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে হবে।’

এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে অনেকটাই রক্ষণাত্মক কৌশলে খেলতে নামবে বাংলাদেশ। রক্ষণ সামলে প্রতি আক্রমণ থেকে গোল আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। জেমির পরিকল্পনা নিয়ে কাতারের কোচ বলেন, ‘জেমি তার দল সম্পর্কে অন্যদের চেয়ে ভালো জানেন। কোথায় শক্তি, কোথায় দুর্বলতা এগুলো তার জানা। যেভাবে ম্যাচ নিয়ে ভাবছেন তিনি, সেভাবেই পরিকল্পনা করবেন। নিশ্চয়ই চেষ্টা করবেন ফল তার পক্ষে নিতে।’

ঢাকায় দুই দলের প্রথম সাক্ষাতে কাতার জিতেছিল ২-০ গোলে। তবে ওই ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের ভালোভাবেই আটকে রেখেছিল বাংলাদেশ। কাতার দ্বিতীয় গোল পেয়েছিল ম্যাচের শেষ মিনিটে। ওই ম্যাচের স্মৃতি মনে করলেন বাস, ‘আগের ম্যাচে আমাদের জিততে একটু কষ্ট হয়েছে। বাংলাদেশ দল রক্ষণ সামলেছে অনেক নিচে নেমে। আবহাওয়া ভিন্ন ছিল। এসব সামলে খেলা সহজ ছিল না আমাদের জন্য।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত