ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪

যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ানের তালিকায় দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। দুই বছর ধরে জাতীয় দলের বাইরে এই কিউই অলরাউন্ডার। ২৯ বছর বয়সী অ্যান্ডারসন সম্প্রতি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেখানে নতুন ক্যারিয়ার গড়তে পারেন তিনি।

অ্যান্ডারসনকে দলে ভেড়াতে আগ্রহ আছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডেরও। তবে এখনই যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলতে পারবেন না কোরি অ্যান্ডারসন। এজন্য কমপক্ষে তিন বছর দেশটিতে বসবাস করতে হবে তাকে।

ওয়ানডেতে শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড ২০১৪ সালে ভেঙে দিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ৩৬ বলে। পরের বছর ক্যারিবিয়ানদের বিপক্ষেই ৩১ বলে শতক হাঁকান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন কোরি অ্যান্ডারসন। ৩৩ গড়ে ২৩১ রানের পাশাপাশি নিয়েছিলেন ১৪ উইকেট। তবে ২০১৮ সালের নভেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে এই পেস অলরাউন্ডার। কিউইদের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন কোরি অ্যান্ডারসন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত