ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আমিরাতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২০, ০৫:০৮  
আপডেট :
 ১০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫

আমিরাতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে এই টুর্নামেন্ট আয়োজনের সময়ও ঠিক করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি আয়োজন নিয়ে নাকি কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান।

ইনসাইড স্পোর্টসের খবরে জানা গেছে, ভারতে করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা রয়েছে। সেই কারণেই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হয়। তবে ভারতে নির্ধারিত সময়ে আসরটি আয়োজন হবে। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও ভারতে হবে।

এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পাওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতির দাবি করেছেন পিসিবির সিইও। করোনাকালে পিছিয়ে যাওয়া এশিয়া কাপ আগামী জুনে শ্রীলঙ্কায় হবে বলে তিনি জানান। পিসিবির সিইও জানান, টুর্নামেন্টে যাতে সবাই অংশ নিতে পারে, তা দেখার দায়িত্ব আইসিসির। ভবিষ্যতে ভারত-পাকিস্তান ফের ক্রিকেট খেলা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত