ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ব্লাটারের বিরুদ্ধে অর্থ-কেলেঙ্কারির নতুন অভিযোগ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২০, ২২:৪১  
আপডেট :
 ২২ ডিসেম্বর ২০২০, ২২:৫২

ব্লাটারের বিরুদ্ধে অর্থ-কেলেঙ্কারির নতুন অভিযোগ

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে অর্থ ব্যয়ে অনিয়মের কারণে সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, মধ্য জুরিখের জাদুঘর প্রকল্পটির চুক্তিতে অন্য ব্যক্তিদের সঙ্গে ব্লাটারের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে।

ফিফার দাবি, ৫০ কোটি সুইস ফ্রাঁর এই প্রকল্পে ফিফার আগের প্রশাসন ১৪ কোটি সুইস ফ্রাঁ ব্যয়ে এমন বিল্ডিং উন্নয়ন ও সংস্কার করেছে, যেগুলোর মালিকানা সংস্থার নয়। এছাড়া ভাড়া নেওয়া হয়েছে কঠিন শর্তে ও দীর্ঘমেয়াদী চুক্তিতে, ওই সময়ের বাজারমূল্যের সঙ্গেও সামঞ্জস্য নেই। আর এজন্য ফিফার খরচ হচ্ছে আরও ৩৬ কোটি সুইস ফ্রাঁ। ২০৪৫ সালের মধ্যে এই অর্থ খরচ হবে।

ফিফার মতে, অর্ধ বিলিয়ন সুইস ফ্রাঁর বিশাল অঙ্কের এই অর্থ বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নে খরচ করা যেত এবং সেটাই করা উচিত ছিলো।

তবে, অভিযোগগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্লাটারের আইনজীবি লরেঞ্জ আর্নি।

উল্লেখ্য, ফিফার প্রধান হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করা ব্লাটার দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত