ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

পাঁচ খেলোয়াড়কে পাচ্ছে না ম্যানসিটি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৬:৩২  
আপডেট :
 ০২ জানুয়ারি ২০২১, ১৬:৫০

পাঁচ খেলোয়াড়কে পাচ্ছে না ম্যানসিটি
ম্যানচেস্টার সিটি

করোনাভাইরাস বেশ ভোগাচ্ছে ম্যানচেস্টার সিটিকে। ইতোমধ্যে ক্লাবটির পাঁচ খেলোয়াড়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাই নতুন বছরের শুরুর ম্যাচে চেলসির বিপক্ষে পাঁচ খেলোয়াড়কে পাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শুক্রবার ম্যানসিটি এক বিবৃতিতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে।

এর আগে গত সপ্তাহে ব্রাজিলের তারকা স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকার ও দুজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় ম্যানসিটি। এরপর ক্লাবটির আরো কয়েকজন করোনায় আক্রান্ত হয়। যার কারণে এভারটনের বিপক্ষে ম্যানসিটির শেষ ম্যাচটি স্থগিত করা হয়।

এবার চেলসির মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওয়ালা জানালেন, ম্যাচটিতে পাঁচ খেলোয়াড়কে পাচ্ছেন না তারা। তবে আক্রান্ত তিন খেলোয়াড়ের নাম জানাননি ম্যানসিটি কোচ।

বিবৃতিতে গার্দিওয়ালা বলেন, ‘এখন আমাদের মোট পাঁচ খেলোয়াড় আক্রান্ত। প্রথমে দুই খেলোয়াড় ও দুই কর্মী আক্রান্ত হন। এবার আরো তিন খেলোয়াড় যুক্ত হলো। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী আমরা নাম প্রকাশ করতে পারছি না। তবে ম্যাচ শুরু হলে আপনারা বুঝতে পারবেন কারা নেই। আমাদেরকে খেলোয়াড়দের গোপনীয়তা রক্ষা করতে হবে।’

ম্যানসিটির কোচ চেলসির বিপক্ষে দলের বাকি সদস্যদের নিয়েই ভালো লড়াইয়ের আশা দিয়েছেন। ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায়।

বাংলাদেশ জার্নাল/এনআর/টিআই

  • সর্বশেষ
  • পঠিত