ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

ডাবল সেঞ্চুরিতে উইলিয়ানসনের রেকর্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২১, ১৮:২৪

ডাবল সেঞ্চুরিতে উইলিয়ানসনের রেকর্ড
কেন উইলিয়ামসন

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে সেরা ফর্মে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

এবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। ব্রায়ান লারা, রিকি পন্টিং ও এবি ডি ভিলিয়ার্সকে টপকে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইলিয়ামসন।

৭ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল ১২৩ রানের। দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ২৩৮ রানে থামে উইলিয়ামসনের ইনিংস। টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে উইলিয়ামসনকে খেলতে হয়েছে ৮৩ ম্যাচের ১৪৪ ইনিংস। তিনি বিশ্বের ৫৩তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন।

এই রেকর্ড গড়তে রিকি পন্টিংকে ১৪৫ ইনিংস ও ব্রায়ান লারাকে ১৪৬ ইনিংস খেলতে হয়েছিল। টেস্টে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডটি স্টিভেন স্মিথের। তিনি ১২৬ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত