ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

মিসবাহকে ‘মুরগির কলিজা’ বলে আফ্রিদির কটাক্ষ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:১০

মিসবাহকে ‘মুরগির কলিজা’ বলে আফ্রিদির কটাক্ষ

পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক ঝামেলার বিষয়ে রীতিমতো বিরক্ত শহিদ আফ্রিদি। অবসরের বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্যে বাকযুদ্ধে জড়াচ্ছেন মোহাম্মদ আমির ও দলের কোচ মিসবাহ উল হক, ওয়াকার ইউনিসরা। যা মোটেও ভালো লাগছে না দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অধিনায়ক আফ্রিদির।

নিউজিল্যান্ড সফর থেকে টি-টোয়েন্টি সিরিজ হেরে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর পাকিস্তান দলকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এই প্রসঙ্গে লাহোরে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিদি বলেন, 'মিসবাহ দেশের হয়ে অনেক কিছুই অর্জন করেছেন। তবে তার দলের খেলা উচিত সাহস নিয়ে। মুরগির কলিজা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় না। যারা চাপে ভেঙে পড়ে না, তারাই কেবল সফল হতে পারে। আমার মনে হয়, পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের শুধু জাতীয় দলের কোচিংয়েই আগ্রহী হওয়া উচিত নয়। মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হক, ইউনিস খানদের মতো তারকারা জুনিয়র পর্যায়ে দারুণ কাজ করতে পারেন, ভারতে এখন যেমন রাহুল দ্রাবিড় করছেন।'

বাজে পারফরম্যান্সে পাশাপাশি পাকিস্তান ক্রিকেটে এখন আলোচিত আরেক ইস্যু মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মোহাম্মদ আমিরের অবসর। এই ইস্যুতে আমিরের পাশে দাঁড়ালেন আফ্রিদি, 'কোচিং স্টাফের সঙ্গে আমিরের এই দ্বন্দ্ব পাকিস্তানের ঐতিহ্যেরই ধারাবাহিকতা। ওয়াকার ইউনিসের সঙ্গে আমার বিরোধের কথাও সবারই জানা। এটা খুব ভালো ঐতিহ্য নয়। বোর্ডের উচিত ক্রিকেটারদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তোলা। আমির হোক বা যে কেউ, বোর্ডের উচিত তার সঙ্গে আলোচনা করা ও বুঝিয়ে বলা যেন বাদ পড়লে তারা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত