ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের দিনক্ষণ চূড়ান্ত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:৪৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের দিনক্ষণ চূড়ান্ত

গত বছর ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম বাংলাদেশ গেমস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ গেমস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি করোনাভাইরাসের কারণে। তবে ঠিক এক বছর পর গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের শনিবারের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ভ্যাকসিন আসলে করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা গত বছরের ১-১০ এপ্রিলই রেখেছি।’

বিওএ’র তথ্য মতে, আসন্ন গেমসে খেলোয়াড়, টীম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮,৫০০ জন অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ গেমসের প্রস্তুতির জন্য ফেডারেশনগুলোকে নির্দেশনা দেবে ফেডারেশন। এই ব্যাপারে বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা খুব শীঘ্রই ফেডারেশনগুলোর সঙ্গে বসব। অনেক ফেডারেশনের নিজস্ব সূচি রয়েছে,অনেকের নানা সমস্যা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করে সুন্দর একটি গেমস উপহার দেব।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত