ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

লিগ ওয়ানে শীর্ষে পিএসজি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১২:১৮

লিগ ওয়ানে শীর্ষে পিএসজি
জয়সূচক গোল করে উল্লাসে পিএসজি

ফরাসি লিগ ওয়ানে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এদিন দলের সঙ্গে ছিলেন না নিয়মিত তিনজন খেলোয়াড়ের পাশাপাশি দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। কারণ তারা করোনায় পজিটিভ।

প্রতিপক্ষের মাঠে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পারেনি নেইমার-এমবাপেরা। দুই দলই ম্যাচে আক্রমণ করেছে সমান ১১ বার করে। পিএসজির ৩টি শটের বিপরীতে অ্যাঞ্জারসের ৪টি শট ছিল লক্ষ্য বরাবর। কিন্তু কাজের কাজ গোলটি করতে পারেনি স্বাগতিকরা। গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন কেইলর নাভাস।

নেইমার, কিলিয়ান এমবাপে, মোইজে কিনদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ প্রথমার্ধে সেভাবে গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি। বিরতির আগে তারা উল্লেখযোগ্য সুযোগ পায় ২৭তম মিনিটে। আনহেল ডি মারিয়ার পাস ডি-বক্সে খুঁজে পায় নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পাশের জাল কাঁপায়।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আরেকবার নাভাসের দৃঢ়তায় বেঁচে যায় পিএসজি। সতীর্থের ক্রসে কাছ থেকে দিওনির ডাইভিং হেড পা দিয়ে ফেরান তিনি। অবশেষে ৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেন কুরজাওয়া। ডান দিক আসা ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা, জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ নিয়ে ২০ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিয়ন। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে লিল। আর অ্যাঞ্জারস ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত