ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সহ-অধিনায়ক ইস্যুতে ব্যাখ্যা দিলেন আকরাম

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪৫

সহ-অধিনায়ক ইস্যুতে ব্যাখ্যা দিলেন আকরাম
আকরাম খান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ জনের দল ঘোষণার পরেই একটি প্রশ্নের উঁকি দিয়েছে। তামিম অধিনায়ক হলে, জাতীয় দলের সহ-অধিনায়ক কে? সাধারণত স্কোয়াড ঘোষণা করলে সহ-অধিনায়কের নাম উল্লেখ করা হয়। কিন্তু উইন্ডিজ সিরিজের আগে ঘোষিত স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। যদি কোন কারণে খেলতে না পারেন অধিনায়ক তামিম, তাহলে অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পালন করবে?

স্বাভাবিক ভাবেই প্রশ্নটা পৌঁছে গেল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছেও। এর জবাবে আকরাম খান বলেন, 'যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি, পরিস্থিতি ওরকম হলেই আমরা নাম উল্লেখ করব। দেশেই খেলা হওয়াতে আমরা এটা নিয়ে দুঃশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকেরা থাকবে। তো যে কোন সময়ই আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো।'

যদি সেরকম কোন পরিস্থিতি তৈরি হয়েই যায় তাহলে সিনিয়ররা কেউ চালিয়ে নিবে বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, 'আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে, তো এটা নিয়ে কোন রকম সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ এমন আরও আছে, মুশফিক আছে।'

২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, করোনা পরবর্তী ক্রিকেটে এটাই হতে যাচ্ছে টাইগারদের জন্য প্রথম ম্যাচ। সিরিজের বাকি ২ ম্যাচ ২২ ও ২৫ জানুয়ারি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত