ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শঙ্কামুক্ত সৌম্য

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:৩৪

শঙ্কামুক্ত সৌম্য

নেট অনুশীলনে এবাদত হোসেনের বল হুক করতে গিয়ে গলায় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এরপর থেকেই তাকে নিয়ে ক্রিকেট পাড়ায় দুশ্চিন্তার ছাপ। তবে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, ‘সৌম্য ভালো আছে।’

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে চোট পাওয়ার পরই তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তাকে দেখে চিকিৎসকেরা সিদ্ধান্তে উপনীত হন যে চোট গুরুতর নয়।

সৌম্যের চোট পাওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় চলছিলো নানা দুশ্চিন্তা। রাত পোহালেই শুরু হওয়া উইন্ডিজ সিরিজে খেলতে পারবেন এই মারকুটে ব্যাটসম্যান? তবে আশার কথা হলো, তাকে নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। তিনি ভালো আছেন এবং ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরু থেকেই লাল সবুজের জার্সিতে নামতে পারবেন।

বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে গড়াবে। আর তৃতীয় ও শেষটি গড়াবে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত