ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ২০:৩৫

ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার শেষে দ্রুত মাঠে ফেরার বার্তা দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে তার। বোর্ড সূত্রে খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে পাওয়া যাবে না এই অলরাউন্ডারকে। টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে জাদেজাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে পরে জানানো হবে।

সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মিচেল স্টার্কের বাউন্সারে চোট পান রবীন্দ্র জাদেজা। জাদেজার বাঁ-হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়। দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি তিনি। এরপর অস্ট্রেলিয়াতেই অস্ত্রোপচার হয় জাদেজার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম দুটি টেস্টের দল ঘোষণা হয়ে গিয়েছে। আহমেদাবাদে বাকি দুটি টেস্টের দল ঘোষণা এখনও বাকি রয়েছে। কিন্তু সেই দুটি টেস্টেও খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা।

বোর্ডের এক কর্মকর্তার কথায়, 'ও (রবীন্দ্র জাদেজা) টেস্ট সিরিজের বাইরে। পুরোপুরি চোট সারতে ছয় সপ্তাহের বেশি সময় লেগে যাবে। নির্বাচকেরা ওর সঙ্গে পরে কথা বলবে, চোট পর্যবেক্ষণ করে জানা যাবে আদৌ সীমিত ওভারের ক্রিকেটে সে খেলতে পারবে কিনা।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত