ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ফের হাসপাতালে সৌরভ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:০৬

ফের হাসপাতালে সৌরভ
ছবি: সংগৃহীত

ফের হাসপাতালে ভর্তি ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে গ্রিন করিডর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে সৌরভকে হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। পরিবারের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। পরে বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। গ্রিন করিডর করে হাসপাতালে তাকে নিয়ে যায়া হয়। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এর আগে, ২ জানুয়ারি সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়। এ সময় তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। আর আজকে আবারো অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হলো।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত