ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাংলাদেশের ডাল-ভাত পছন্দ করেন আমির

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৪

বাংলাদেশের ডাল-ভাত পছন্দ করেন আমির

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর নতুন আয়োজন ‘ক্রাঞ্চ টাইম’। এই শোতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির।

প্রিয় খাবারের কথা বলতে গিয়ে আমির উল্লেখ করেন বাংলাদেশি খাবারের কথা। বলেন, ‘বিপিএলে খেলতে গেলে সেখানকার ভাত-ডাল মাখা খুব ভালো লাগে আমার। বাংলাদেশে এ খাবারটা বেশ লাগে। তবে বেশিরভাগ সময় শাকসবজিই খাই আমি।’

আমিরের সবচেয়ে প্রিয় খাবার টার্কিশ। এছাড়া তার পছন্দের তালিকায় আছে ম্যাকডোনাল্ডের খাবার।

বিভিন্ন লিগ টুর্নামেন্ট খেলতে গেলে পছন্দের খাবার কোনটি?- এমন প্রশ্নের জবাবে আমির বলেন, ‘আমি দুবাই গেলে টার্কিশ ও লেবানিজ খাবার খেতে ভালোবাসি। এতে কোনো চর্বি নেই। যার ফলে আমি প্রোটিন ও শর্করা পেতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘বিপিএলের মতো জায়গায় গেলে আমি সাদা ভাত ও ডাল মাখনি খাই। বাংলাদেশের এ খাবার আমার পছন্দের। এছাড়া নিরামিষ খাবার বেশি খাই বাংলাদেশ। পাকিস্তানে ফেরার পর আমি পাস্তা, ম্যাশড পটেটো, চিকেন স্টিক খেতে পারি। কারণ আমার স্ত্রী ভালো রাঁধুনি।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত