ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মিথ্যা প্রচার: আইনগত ব্যবস্থা নেবেন নাসির

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

মিথ্যা প্রচার: আইনগত ব্যবস্থা নেবেন নাসির
ছবি: সংগৃহীত

মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাসির বলেন, আমরা আইনগত ভাবেই বিয়ে করেছি। সেটার প্রমাণও রয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে নাসিরের স্ত্রী তামিমা বলেন, তার সাবেক স্বামীর সঙ্গে ২০১৭ সালে তালাক সম্পন্ন হয়েছে।

তাম্মি বলেন, ‘রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে তালাকের আবেদন করি এবং ২০১৭ সালে সেই তালাক সম্পন্ন হয়েছে। ফেসবুকে আমার নামে কিছু অ্যাকাউন্ট থেকে নানারকম বার্তা ছড়াচ্ছে। সত্য হলো আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এমনকী নাসিরেরও এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওর একটি পেজ আছে।’

প্রসঙ্গত, বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্রিকেটার নাসির হোসেন। স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে তার আকদ ও গায়ে হলুদের ভিডিও আপলোড করেন নাসির। এরপর ভাইরাল হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ভিডিওচিত্রও। এরপর নাসিরের সদ্য বিবাহিতা স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করেন রাকিব নামে এক ব্যক্তি। এরপর তিনি থানায় জিডি করার পর আজ (বুধবার) মামলা করেন। এর পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান পরিষ্কার করা জন্য সংবাদ সম্মেলন করেন নাসির-তাম্মি দম্পতি।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত