ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাংলাদেশ লেজেন্ডসে খেলবেন যারা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৭

বাংলাদেশ লেজেন্ডসে খেলবেন যারা

ভারতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছে মহারাষ্ট্রের নিরাপদ সড়ক বিভাগ। যার শুভেচ্ছা দূত শচীন টেন্ডুলকার।

মূলত অস্ট্রেলিয়া এবারের আসরে খেলছেনা বলে সুযোগ হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ লেজেন্ডস নামে খেলবে সাবেক টাইগার ক্রিকেটাররা।

টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম বেশ উচ্ছ্বসিত। ভবিষ্যতেও এমন টুর্নামেন্টে অংশ গ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেট সংস্কৃতিকে সমৃদ্ধ করতে চান তিনি। বাংলাদেশ লেজেন্ডসে খেলবে মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলটদের মত সাবেক ক্রিকেটাররা।

টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ লেজেন্ডস। ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, জহির খান, বীরেন্দর শেবাগ, তিলেকরত্ন দিলশান, মারভান আত্তাপাতু, চামিন্দা ভাস, হার্শেল গিবস, জন্টি রোডসদের সাথে একই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে বাংলাদেশ লেজেন্ডসের জাভেদ ওমর বেলিম। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। তাদের অনেকের সাথে একই সময়ে খেলার কারণে কিছুটা হলেও হাই-হ্যালো আছে। এবার আরও একটু কাছাকাছি ও বেশি কথা হওয়ার সুযোগ আসতে পারে। ওরা সবাই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী।’

বাংলাদেশ লেজেন্ডস ছাড়া বাকি দলগুলো হল ইন্ডিয়া লেজেন্ডস, শ্রীলঙ্কা লেজেন্ডস, ইংল্যান্ড লেজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। ৫ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ লেজেন্ডস মুখোমুখি হবে ইন্ডিয়া লেজেন্ডসের। গ্রুপ পর্বে ৬ দলই একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। ১৭ ও ১৯ মার্চ প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল শেষে ২১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

বাংলাদেশ লেজেন্ডসে খেলবেন যারা:

মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত