ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মোতেরার উইকেট নিয়ে রুটের অসন্তোষ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৬

মোতেরার উইকেট নিয়ে রুটের অসন্তোষ

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজকে অনেকেই বিরাট কোহলি বনাম জো রুটের লড়াইয়ের আখ্যা দিয়েছিলেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের লড়াইটা জমিয়ে দিয়েছিলেন জো রুট। প্রথম টেস্টে চেন্নাইয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে অনবদ্য দ্বিশতরানের ইনিংস এই সিরিজটা শুরু করেছিলেন তিনি। যার উপর ভর করে প্রথম টেস্টে ২২৭ রানের বিপুল ব্যবধানে জিতে নিয়েছিল ইংল্যান্ড। ফলে ভারতীয় সমর্থকদের মনে ছিল আশঙ্কার কালো মেঘ।

তবে সেই মেঘ কিছুটা হলেও কেটে যায় চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে। ৩১৭ রানের বিপুল ব্যবধানে জয় লাভ করে সিরিজে সমতা ফেরায় ভারত। এরপরেই মোতেরায় সিরিজের তৃতীয় টেস্টে মাত্র দেড় দিনেই ম্যাচ শেষ করে দিয়েছেন বিরাটরা।

মাত্র দেড়দিনে শেষ হওয়া টেস্টে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ভারতের এমন জয়ের দিনে প্রশ্ন উঠেছে আহমেদাবাদের উইকেট নিয়ে।

দ্বিতীয় দিনের প্রথম সেশন পেরোতেই তুমুল আলোচনা শুরু হয়েছে উইকেট নিয়ে। অনেকেই দাবি করছেন এই উইকেটটি ৫ দিন খেলার মতো উইকেট নয়। অনেকের দাবি এমন উইকেটে খেলা হলে টেস্ট ক্রিকেটের তৃপ্তি ফুরিয়ে যাবে। আহমেদাবাদের উইকেট নিয়ে সন্তুষ্ট নন জো রুটও। খোলাসা করে খুব বেশি কিছু না বললেও আকার ইঙ্গিতে সেটা বুঝিয়েছেন।

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ১৪৫ রানে অল আউট হয়েছে ভারত। পার্ট টাইম বোলার হিসেবে হাতে বল তুলে নিয়ে মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়েছেন রুট। গোলাপি বলে ইংল্যান্ডের ইতিহাসে সেরা বোলিং ফিগার এটি। যা টেস্ট ইতিহাসে কোনো স্পিনারের সবচেয়ে কম রান দিয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

পার্ট টাইম বোলার হিসেবে বল করতে এসে ৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত এই ইংলিশ অধিনায়ক। তবে তিনি এটি মনে করিয়ে দিতে ভুলেননি যে উইকেট বাজে ছিল। ম্যাচ শেষে রুট বলেন, আমরা ভালো বল করলে আরও উইকেট তুলে নিতে পারতাম। আমি ৫ উইকেট পেয়েছি, তাহলে ভাবুন উইকেট কেমন ছিল।

সবচেয়ে কম রানে ৫ উইকেট নেয়ার আগের রেকর্ডটি ছিল যুগ্মভাবে দুই অস্ট্রেলিয়ান টিম মে ও মাইকেল ক্লার্কের। ১৯৯৩ সালে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন মে। ২০০৪ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সমান রান দিয়ে ক্লার্ক নিয়েছিলেন ৬ উইকেট।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত