ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

সবচেয়ে বেশি স্টেডিয়াম ভারতে, কম বাংলাদেশে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৮

সবচেয়ে বেশি স্টেডিয়াম ভারতে, কম বাংলাদেশে
নরেন্দ্র মোদি স্টেডিয়াম

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, এই নাম নিয়েই এখন আলোচনা চারপাশে। কেউ বলছেন, নামকরণ যথাযথ হয়েছে। কেউ আবার তা মানতে নারাজ। মোতেরার নাম কেন হঠাৎ করে বদলে দেশের প্রধানমন্ত্রীর নামে হল। যদিও এরকম রীতি ভারতে নতুন নয়। ভারতে নেতা-মন্ত্রীদের নামে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণের প্রবণতা আসলে বহু পুরনো।

বিশ্বের সব থেকে বেশি সংখ্যক ক্রিকেট রয়েছে ভারতে। ৫৩টি ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু একটিও কোনও ক্রিকেটারের নামে নয়। দেশের ৫৩টি স্টেডিয়ামের মধ্যে ২৪টিতে এখন আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট খেলা হয়।

ক্রিকেটে জন্ম যেখানে, সেই ইংল্যান্ডে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ২৩টি। অস্ট্রেলিয়ায় ১৯টি। পাকিস্তানে ১৬, শ্রীলঙ্কায় ৯, বাংলাদেশে ৮, দক্ষিণ আফ্রিকায় ১২, নিউজিল্যান্ডে ১৬টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে।

দেশে মোট ১৬টি স্টেডিয়াম সাবেক প্রধানমন্ত্রীদের নামে রয়েছে। জওহরলাল নেহেরুর নামে রয়েছে আটটি স্টেডিয়াম। দুটি ক্রিকেট স্টেডিয়াম হকি তারকার নামে রয়েছে। তবে একটিও কোনও ক্রিকেটারের নামে হয়নি।

নরেন্দ্র মোদী সপ্তম ব্যক্তি, যিনি বেঁচে থাকাকালীন তার নামে কোনও ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ হলো। ভারতে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিসসহ সবরকমের খেলার জন্য মোট ১৩৫টি স্টেডিয়াম রয়েছে।

২০১৯ সালে ফিরোজ শাহ কোটলার নাম বদলে রাখা হয়েছিল অরুণ জেটলি স্টেডিয়াম। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ির মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও স্টেডিয়ামের নামকরণ হয়েছে ভারতে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত